


ফেব্রুয়ারি ১১: চীনে সেমি-কন্ডাক্টর রফতানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশের সাম্প্রতিক সীমিত ব্যবস্থাগ্রহণ সম্পর্কে গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অবৈধ একতরফা অবরোধ আরোপ থেকে বিরত থাকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত দেশটির।
মুখপাত্র বলেন, অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নিজের আধিপত্য বজায় রাখার জন্য, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। এতে বৈশ্বিক শিল্প-চেইনের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোও হচ্ছে ক্ষতিগ্রস্ত।
উল্লেখ্য, চীনে সেমিকন্ডাক্টার রফতানি সীমিত করে যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডসের মধ্য সম্প্রতি যে-চুক্তি হয়েছে, তাতে ইতোমধ্যেই জাপান ও নেদারল্যাণ্ডসের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।