বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকসিপিসি’র শিক্ষাসভায় নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপ...

সিপিসি’র শিক্ষাসভায় নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপ ও প্রসঙ্গকথা

ফেব্রুয়ারি ২: নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলা নিয়ে গত ৩১ জানুয়ারি বিকেলে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর দ্বিতীয় শিক্ষাসভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।
ভাষণে তিনি জোর দিয়ে বলেন, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলা হচ্ছে দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য বাস্তবায়ন এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের নির্ধারিত এক কৌশল। কেবল নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত সম্পূর্ণ করা গেলেই, চীনের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি জোরদার হবে, উন্নয়নের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা পাবে, বিভিন্ন রকমের অনুমানযোগ্য এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে চীনের অর্থনীতি সক্ষম হবে।
এবারের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর শিক্ষাসভায় সকল সদস্য নিজেদের কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন। ইন লি, লিউ কুওচুং, হ্য লি ফেং, চাং কুওছিং, ছেন চিনিং ও হুয়াং খুনমিং নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে বলেন।
প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষাসভায় বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলার কাজে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। এক্ষেত্রে আদর্শগত সংহতি দৃঢ়তর হয়েছে, কর্মকাণ্ডের ভিত্তি আরও জোরদার হয়েছে, এবং নীতিগত ব্যবস্থাদি সুসম্পূর্ণ হয়েছে। তবে, সার্বিকভাবে নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলায় যাত্রায় আরও বহুদুর যেতে হবে। এই প্রক্রিয়ায় প্রধান দ্বন্দ্ব ও সমস্যা সমাধান করতে হবে, সার্বিকভাবে সংস্কারকে এগিয়ে নিতে হবে, এবং নব্যতাপ্রবর্তন জোরদার করতে হবে।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ চাহিদা সমন্বয় করে সম্প্রসারণ করতে হবে, সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার গভীরতর করতে হবে, সরবরাহব্যবস্থার ওপর চাহিদার নির্ভরতা বাড়াতে হবে, সরবরাহব্যবস্থার মাধ্যমে আরও উচ্চ পর্যায়ের চাহিদা সৃষ্টি করতে হবে। পাশাপাশি, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণসংক্রান্ত কৌশল কাজে লাগাতে হবে এবং চাহিদা ব্যবস্থাপনা আরও সুসংহত করতে হবে।
তিনি বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভোক্তাদের আয় বাড়ে ও তাঁরা ভোগে আগ্রহী হয়। ভোগের জন্য ভালো পরিবেশ গড়ে তুলতে হবে। আর এ জন্য পুঁজিব্যবস্থা শক্তিশালী করতে হবে, কার্যকর পুঁজি ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে, নতুন আকারের অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নিতে হবে, উচ্চ প্রযুক্তির শিল্প ও কৌশলগত নবোদিত শিল্পে পুঁজি বিনিয়োগ বাড়াতে হবে, এবং বেসরকারি পুঁজি খাতে জীবনীশক্তি উদ্দীপিত করতে হবে।
প্রেসিডেন্ট সি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের কৌশলগত বৈজ্ঞানিক শক্তি বাড়াতে হবে, নব্যতাপ্রবর্তনের জন্য সম্পদ সুবিন্যস্ত করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ক্ষেত্রে বৈশ্বিক নেতা হিসেবে চীনের অবস্থান নিশ্চিত করা যায়। তা ছাড়া, যত তাড়াতাড়ি সম্ভব বৈশ্বিক প্রধান বৈজ্ঞানিক কেন্দ্র এবং নব্যতাপ্রবর্তনের শীর্ষস্থান হওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে এবং প্রতিভার মাধ্যমে দেশকে চাঙ্গা করতে হবে।
প্রসিডেন্ট সি জোর দিয়ে বলেন, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলার প্রক্রিয়ায় আধুনিকায়ন শিল্পব্যবস্থার ভিত্তি জোরদার করতে হবে। নতুন ধরনের শিল্পায়নকে এগিয়ে নিতে হবে এবং দেশকে সাইবার ক্ষেত্রে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে।
প্রেসিডেন্ট সি বলেন, সার্বিকভাবে শহর ও গ্রামের উন্নয়নকাজ এবং আঞ্চলিক সমন্বিত উন্নয়নকাজকে এগিয়ে নিতে হবে। ভোক্তাবাজারে গ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে, সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবন জোরদার করতে হবে, শহরের উন্নয়নে কাউন্টিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে, সংস্কার ও উন্মুক্তকরণ আরও গভীরতর করতে হবে এবঙ অর্থনীতিতে দেশি-বিদেশি চালিকাশক্তি জোরদার করতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট