


মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরবাটা খাসেরহাট বাজারে দেশের শীর্ষ স্থানীয় ফার্নিচার কোম্পানী প্রাণ আরএফএল গ্রুপের “রিগ্যাল ফার্নিচার” এর শো রুম উদ্বোধন করা হয়।
৩০ জানুয়ারি (সোমবার) বিকেলবেলা, চরবাটার খাসেরহাট বাজার প্রবেশপথে চরবাটা মডেল মাদ্রাসা সংল্গন্ন (মাষ্টার পাড়ায়) অবস্থিত ভবনে রিগ্যাল ফার্নিচারের এই শো-রুম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শো রুমের মালিক ভাই ভাই স্টিল ফার্নিচারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ হোসেন এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিগ্যাল ফার্নিচার এর সিও মোঃ সফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন, রিগ্যাল ফার্নিচার এর ডিএসএম সুব্রত সরকার, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, রিগ্যাল ফার্নিচারের টিএসও সুলতান মাহমদু, ইঞ্জিনিয়ার সুকেশ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার।
অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন,সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের প্রতিনিধি, মাষ্টার পাড়া স্পোটিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান,চরবাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল আকাশ প্রমূখ।।
বক্তারা বলেন, গ্রাহক চাহিদার কথা মাখায় রেখে বর্তমানে সহনীয় মূল্যে বিভিন্ন পণ্যের দাম সহনীয় রেখেছেন। বক্তার রিগ্যাল ফার্নিচার ক্রয় এবং শো রুম পরি দাবী করেন এবং টেকসই এবং রুচিশীল রিগ্যাল ফার্নিচার সাথে থাকার অনুরোধ জানান।