


জানুয়ারি ২৭: মার্কিন সিএনএন জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গোপন নথিগুলো খুঁজে পাওয়ার কারণে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন ন্যাশনাল আর্কাইভ‘প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট’ অনুযায়ী আনুষ্ঠানিক দাবি জানিয়েছে। এতে বলা হয়, আগের ছয় দফার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের আমলে সংরক্ষিত সব নথি পুনরায় পরীক্ষা করতে হবে।
জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন, জুনিয়র বুশ, ওবামা এবং প্রয়াত জর্জ বুশের প্রতিনিধিরা বলেছেন যে, তাঁদের হাতে কোনো নথি ছিল না। সব গোপন নথি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিদায়স নেওয়ার সময় ন্যাশনাল আর্কাইভে হস্তান্তর করা হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।