শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকলাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান গোষ্ঠীর সপ্তম শীর্ষসম্মেলনে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান গোষ্ঠীর সপ্তম শীর্ষসম্মেলনে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট

জানুয়ারি ২৫: গতকাল (মঙ্গলবার) লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান গোষ্ঠীর সপ্তম শীর্ষসম্মেলন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে অনুষ্ঠিত হয়েছে। জোটের পালাক্রমিক চেয়ারম্যান দেশ—আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এতে ভিডিও ভাষণ দিয়েছেন।
প্রেসিডেন্ট সি বলেছেন, লাতিন-আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলো উন্নয়নশীল দেশের গুরুত্বপূর্ণ অংশ; এসব দেশ বিশ্বের ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণকারী ও অবদানকারী। এই গোষ্ঠী ইতোমধ্যেই বিশ্বের দক্ষিণ দক্ষিণ সহযোগিতার এক অপরিহার্য চালিকাশক্তিতে পরিণত হয়েছে। যা আঞ্চলিক শান্তি রক্ষা, যৌথ উন্নয়ন জোরদার করা এবং আঞ্চলিক একীকরণ এগিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছেন, চীন এ অঞ্চলের একীকরণ প্রক্রিয়াকে সমর্থন করে এবং এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্কোন্নয়নে বেশ গুরুত্ব দেয়। এই গোষ্ঠীকে উন্নয়নশীল দেশগুলোর ঐক্য জোরদার করা এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সহযোগী মনে করে চীন। এই মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে চীন ও লাতিন-আমেরিকার ফোরাম প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হয়েছে; যাতে চীন ও লাতিন-আমেরিকার সম্পর্ক সমতাভিত্তিক, পারস্পরিক কল্যাণকর, নব্যতাপ্রবর্তনমূলক, উন্মুক্ত ও জনকল্যাণমূলক হয়। আরও বেশি আঞ্চলিক দেশ চীনের সঙ্গে সহযোগিতা করে উচ্চ মানের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ এগিয়ে নিয়েছে, বিশ্বের উন্নয়ন প্রস্তাব এবং বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবে অংশ নিয়েছে। এভাবে হাতে হাত রেখে চীন ও লাতিন-আমেরিকার অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে উঠবে বলে উল্লেখ করেন জনাব সি চিন পিং।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট