বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকচীনে নতুন জ্বালানিচালিত গাড়ির উৎপাদন ও বিক্রি টানা ৮ বছর বিশ্বে প্রথম

চীনে নতুন জ্বালানিচালিত গাড়ির উৎপাদন ও বিক্রি টানা ৮ বছর বিশ্বে প্রথম

জানুয়ারি ২৪: চীনের গাড়ি শিল্প সমিতির সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে, এর উৎপাদন ও বিক্রির পরিমাণ পৃথক পৃথকভাবে ৭০ লাখ ৫৮ হাজার এবং ৬৮ লাখ ৮৭ হাজার। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় যথাক্রমে ৯৬.৯ ও ৯৩.৪ শতাংশ বেশি। টানা ৮ বছর ধরে বিশ্বে প্রথম স্থানে রয়েছে।
গত বছর চীনে নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রির পরিমাণ ৬৮ লাখ ৮৭ হাজার। চাহিদার পরিমাণ ২৫.৬ শতাংশ বেড়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.১ শতাংশ বেশি।
ব্র্যাণ্ডের প্রতিদ্বন্দ্বিতা ব্যাপকভাবে উন্নত হয়েছে। ২০২২ সালে স্বতন্ত্র ব্রাণ্ডের নতুন জ্বালানিচালিত গাড়ির অভ্যন্তরীণ বাজারে বিক্রির পরিমাণ ৭৯.৯ শতাংশ ছিল। যা ২০২১ সালের তুলনায় ৫.৪ শতাংশ বেশি। এর রপ্তানির পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার; যা ১.২ গুণ বেড়েছে। বিশ্বে নতুন জ্বালানিচালিত গাড়ির বিক্রির র‍্যাঙ্কিং থেকে প্রথম দশটি কোম্পানির মধ্যে চীনের কোম্পানি ৩টি।
২০২২ সালের শেষ দিকে গোটা চীনে ৫২ লাখ ১০ হাজার চার্জিং পাইল এবং ১৯৭৩টি পাওয়ার স্টেশন তৈরি হয়েছে। এর মধ্যে ২০২২ সালে নতুন করে সাজানো চার্জিং পাইলের সংখ্যা ২৫ লাখ ৯৩ হাজার; পাওয়ার স্টেশনের সংখ্যা ৬৭৫টি। পাশাপাশি, চার্জিং অবকাঠামো নির্মাণকাজও বেশ দ্রুত হয়েছে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট