


জানুয়ারি ২৪: চীনের জনসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে গোটা চীনে ‘স্প্রিং ব্রিজ অ্যাকশন সংক্রান্ত কর্মসংস্থানের সহায়তা মাস’ উপলক্ষ্যে বিশেষ সেবা তত্পরতা আয়োজন করা হচ্ছে। এতে শ্রমিকদের ৩ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এতে চীনের জনসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় ,শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় এবং বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়সহ ১০টি বিভাগ কাজ করছে। এর উদ্দেশ্য কর্মসংস্থানের ইচ্ছা থাকা গ্রামীণ শ্রমিক এবং বিভিন্ন ঝামেলায় পড়া গ্রামীণ শ্রমিকদের জন্য কর্মসংস্থান খাতে সহায়তা দেওয়া।
বর্তমান চীনের চিয়াং সু, হ্যনান ও শাংহাইসহ সংশ্লিষ্ট প্রদেশ ও মহানগরের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানে ভর্তুকি দেওয়ার নীতি কার্যকর করা হয়েছে। সিছুয়ান ও কুয়াংতুংসহ অনেক প্রদেশে ইতোমধ্যেই জন্মস্থানে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন চালু হয়েছে। বসন্ত উৎসবের ছুটির পরে কাজের স্থানে ফিরে যাওয়ার বিশেষ ট্রেনও চালু হবে।
জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি থেকে চীনের হুনান প্রদেশের ছাং শা, লিউ ইয়াং এবং শানতুং প্রদেশের ইয়ানথাই ও তেচৌ এবং কুয়াংতুং প্রদেশের তুংকুয়ানসহ বিভিন্ন জায়গায় ‘স্প্রিং ব্রিজ অ্যাকশন’ শীর্ষক কর্মসংস্থানের তত্পরতা চালু করা হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।