


জানুয়ারি ২৩: মার্কিন সময় শনিবার ‘ক্যাপিটল হিল’ পত্রিকা জানায় যে, মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা ব্যুরো জানিয়েছে, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে দুই লাখ ৫১ হাজার মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়েছে। যা গত নভেম্বরের চেয়ে ৭ শতাংশ বেশি। এটি জো বাইডেনের শাসনামলে সর্বোচ্চ।
জানা গেছে, হোয়াইট হাউস সম্প্রতি নতুন সীমান্ত-নীতি জারি করেছে। এর মধ্যে কিউবা, নিকারাগুয়া, ভেনিজুয়েলা ও হাইতি থেকে যারা অনুমোদন পাবে না, তাদেরকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত অঞ্চলে আশ্রয় নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে, সীমান্ত অঞ্চলে অনুমোদন না পাওয়া অভিবাসী আটক করার কথাও বলা হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।