


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
পুনাক,সিএমপি এর পক্ষ থেকে ৫০০শত পরিবারকে কম্বল বিতরণ করেন পুনাক,সিএমপি এর সভানেত্রী জনাব রীতা দাস। এসময় পুনাক,সিএমপি এর সহ-সভানেত্রী সহকর্মীবৃন্দ প্রতিনিধিগণ’সহ সকল পুনাক সদস্য উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার,সকাল ৯টায় খুলশী থানাধীন শাহজাহান মাঠে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,পুনাক,সিএমপি সভানেত্রীঃ জনাব রীতা দাস,সহ-সভানেত্রীঃ জনাব রুবি ইয়াসমিন,সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকঃ জনাব ইসমত আরা শিমু,কোশাধ্যক্ষঃ জনাব মুনমুন,সাংস্কৃতিক সম্পাদকঃ
জনাব নাদিরা আফরোজ,সহ-কোষাধ্যক্ষঃজনাব রুমানা শারমিন আক্তার,উৎপাদন ও বিপণণ সম্পাদকঃ ইসরাত জাহান সিদ্দিকা,সদস্যঃ জনাব লুতফুন ন্নেসা,জনাব খায়রুন নেসা বাবলি,জনাব সাঈকা সাহাদাত,জনাব নার্গিস হাবিব,জনাব হোসনা ইসলাম।এছাড়াও পুনাক,সিএমপি’র সম্মানিত সহকর্মীবৃন্দ প্রতিনিধিগণ প্রমূখ আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।