


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি থানার শিমুলতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফিরোজ উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মোঃ মজির উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলেও জানান।
পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।