


রাজশাহী প্রতিনিধি ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ২৬তম সম্মেলন। নতুন কমিটিতে পদ পেতে জোর তৎপরতা শুরু করেছেন নেতাকর্মীরা।
অভিযোগ আছে, শীর্ষ দুই পদের দৌড়ে এগিয়ে থাকা বেশিরভাগই অছাত্র, বিবাহিত, ড্রপআউট কিংবা বিভিন্ন অপকর্মে ‘বিতর্কিত’।
রাবি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন বর্তমান কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন।
২০১১-১২ সেশনের শিক্ষার্থী লিংকন মার্কেটিং বিভাগ থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। ছাত্রত্ব ধরে রাখতে সান্ধ্যকালীন এমবিএ কোর্সেও ভর্তি হয়েছেন তিনি।
তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করাসহ সংগঠনে কোন্দল সৃষ্টির অভিযোগ রয়েছে।
বিয়ের বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই এই মহিলাকে ওই লোকের সাথে দেখতে পাওয়া যায় এমনকি তারা একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতো চলাফেরা করে।
এ ছাত্রলীগনেতার বয়স নিয়েও রয়েছে মতভেদ, গঠনতন্ত্রে রয়েছে একজন ছাত্রলীগ নেতার বয়স ২৯ বছরের উর্দ্ধে না তবে এই ছাত্রলীগ নেতার বয়স সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় জন্মসাল ১৯৯৩ হিসেব করে দেখা যায় তার বয়স ৩০বছরেরও উর্দ্ধে যা সম্পুণ নীতিমালা ও গঠনতন্ত্রের আওতার বাইরে এমন
জানতে চাইলে লিংকন বলেন, ‘বিরোধীপক্ষ এসব ছড়াচ্ছে। আমি কখনো বিয়ে করিনি। তবে এক মেয়ের সঙ্গে ২০১৩ সালে আমার প্রেমের সম্পর্ক ছিল।’