


নভেম্বর ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বৃহস্পিতবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-জার্মান সম্পর্ক উন্নয়ন শুধু দু’দেশের জন্য নয়, বরং ইউরোপ ও বিশ্বের জন্যও কল্যাণকর প্রমাণিত হবে।
মুখপাত্র চাও বলেন, চীন ও জার্মানি পরস্পরের কৌশলগত অংশীদার। দু’দেশের মধ্যে গত অর্ধ শতাব্দীর বিনিময় ও সহযোগিতা প্রমাণ করেছে যে, দুই দেশের মধ্যে পার্থক্যের চেয়ে ঐকমত্য বেশি; সহযোগিতা প্রতিযোগিতার চেয়ে বেশি। দু’পক্ষ পরস্পরের অংশীদার, প্রতিপক্ষ নয়।
চীনা মুখপাত্র বলেন, দু’দেশের মধ্যে পারস্পরিক কল্যাণকর দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি অবদান রাখতে চীন ইচ্ছুক।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।