রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাদারুত তানজীম মডেল'র ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শণী-২২

দারুত তানজীম মডেল’র ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শণী-২২

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

দারুত তানজীম মডেল মাদরাসা’র উদ্যোগে নানা আয়োজনে ও আনুষ্ঠানিকতায় প্রতিবারের ধারাবাহিকতায় বিরাট ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শণী-২২ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে বরেণ্য শীর্ষ আলেমগনের উপস্থিতিতে ধর্মীয়বিশ্বাসে নবীপ্রেমী,ইসলামপ্রিয় ধর্মভক্ত,আল্লাওয়ালা মুসলিম জনতার প্রতিক্রিয়ায় অনুভূতির শানিত চেতনা বিশ্বাস জাগ্রত হবে।
সমাবেশে ইহকাল ও পরকালের নাজাতে মহান আল্লাহর নসিহত,রহমত বরকতের আশায় অগনিত নবীপ্রেমী,ইসলামপ্রিয় সমবেত হবেন।

আগামী ২৩,নভেম্বর,বুধবার বাদে আছর মাদরাসা সংলগ্ন মাঠে কসাইগুলি বন্দরটিলাইপিজেড চট্টগ্রাম,অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী-মোঃ মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে,এতে নসিহত পেশ করবেন,বরেণ্য পীরে কামেল আল্লামা শাহ্ নূর মোহাম্মদ সাহেব (দা:বা:),মুহাদ্দিস মিজবাউল উলুম মাদ্রাসা,নাসিরাবাদ,চট্টগ্রাম।প্রধান বক্তা,সু-মধুর কন্ঠের অধিকারী তরুণ বক্তা-হযরত মাওলানা আব্দুল বাছিরসিদ্দিকী,কুমিল্লা,বিশেষ অতিথি,আলহাজ্ব মোঃ জিয়াউল হক সুমন-(কমিশনার ৩৮নং সিটি করপোরেশন),হযরত মাও:রফিকুল ইসলাম-মহাব্বত আলী শাহ (রহঃ)জামে মসজিদ,হযরত মাও: জিয়াউল হক নোমানী,খতিব জামে মসজিদ ও পরিচালক অত্র মাদ্রাসা,মোঃ জাহাঙ্গীর সওদাগর-বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম,মোঃ ইয়াছিন চৌধুরী,আরো দেশ বরেণ্য শীর্ষ আলেম,আল্লাওয়ালা ইসলামিক চিন্তাবিদ,মুফতি,
মুহাদ্দিস,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগন,
শিক্ষক-শিক্ষার্থী,নবীপ্রেমী,ইসলামপ্রিয় ধর্মভক্ত,আল্লাওয়ালা মুসলিম জনতা প্রমূখ।

উল্লেখ্যঃ উন্নত শিক্ষা ব্যবস্থা ও মানসম্পন্ন পাঠাদানে সকল বিভাগে ভর্তি চলছে।এখানে হিফজুল কুরআন,নাজেরা,
প্লে-৬ষ্ঠ শ্রেণি,সারাদিনের মাদ্রাসা সুব্যবস্থা আছে।শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি লক্ষে সৃজনশীল পাঠদানের মাধ্যমে যুগ উপযোগী শিক্ষায় ছাত্রদেরকে পড়ানো হয়। যোগ্য,পরিপক্ষ,দক্ষ,অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে
যত্নশীল পাঠদানের মাধ্যমে পড়ানো হয়।সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।নিবেদক কৃতজ্ঞতা প্রকাশ মোঃ শাহিনুর ইসলাম,প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা।যোগাযোগ (মাদ্রাসা অফিস)-০১৯১১-১৫৫৯১৪,০১৬৭৫-৩৫০৩৩৬।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট