রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকবেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

অক্টোবর ২৯: গতকাল (শুক্রবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনে মার্কিন রাষ্ট্রদূত বার্নসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় ওয়াং ই মার্কিন রাষ্ট্রদূতকে চীনে স্বাগত জানান এবং চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম জাতীয় কংগ্রেসের সাফল্য বর্ণনা করেন।
ওয়াং ই বলেন, চীন-মার্কিন সম্পর্ক এখন একটি সংকটময় মোড়ে অবস্থান করছে। অথচ, আন্তর্জাতিক সমাজ সাধারণভাবে চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন আশা করে। প্রেসিডেন্ট সি চিন পিং বরাবরই বলে আসছেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের একে অপরকে সম্মান করা উচিত, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা উচিত, এবং জয়-জয় ফলাফলের জন্য সহযোগিতা করা উচিত।
ওয়াং ই আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের উন্নয়ন-প্রক্রিয়াকে থামানো চিন্তা বাদ দেওয়া। রাষ্ট্রদূত বার্নস দু’দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও ওয়াং ই আশা প্রকাশ করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম জাতীয় কংগ্রেসের প্রতি গভীর মনোযোগ দিয়েছেন এবং এবারের কর্ম-রিপোর্ট অধ্যায়ন করেছেন। মার্কিন-চীন সম্পর্ক উভয় দেশ এবং বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র চীনের সাথে যোগাযোগ জোরদার করতে, মতপার্থক্য দূর করতে, এবং সহযোগিতার চেতনা প্রচার করতে ইচ্ছুক।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট