


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিরূপ আবহাওয়ায় অর্থনৈতিক অঞ্চল ৩নং জেটি কাছাকাছি কয়েকশ গজ দূরে নোঙ্গর করা অবস্থায় (বাল্কহেড) বালুর
ড্রেজার সাগরে ডুবে ট্রেজিডিতে ৮জন নিখোঁজে ৪জনের লাশ উদ্ধার। বাকী ৪জনের উদ্ধার তৎপরাতা এখনো পর্যন্ত চলছে।
আজ বুধবার(২৬অক্টোবর) সকাল থেকে উদ্ধারের কাজ শুরু করে এখনো পর্যন্ত চলছে।ড্রেজারের ভেতর থেকে গতকাল ১জন আজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।গত সোমবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে
ঝড়ের মধ্যে মীরসরাইয়ের বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে গেলে আট শ্রমিক নিখোঁজ হন।
মিরেশ্বরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান,ডুবে যাওয়া ওই ডেজার থেকে এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হল। নিখোঁজ বাকি চারজনের খোঁজে সেখানে এখনও তল্লাশি চলছে।
ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে ডুবুরিরা ওই ড্রেজার থেকে গতকাল ১জন আল আমীন (৩০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেন।আজ বুধবার সকালে পাওয়া যায় মাহমুদ (২৬), ইমাম (২২) ও জাহিদের (২৭) লাশ।এছাড়া শাহীন (৩৭), তারেক (২০), জাকারিয়া (২৯) ও আলমের (৩৫) খোঁজ এখনও মেলেনি। নিহতের স্বজন সহকর্মীরা জানায় তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়।
সেখানে উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুণ পাশা জানান,ডুবে যাওয়া ড্রেজারটি পানির নিচে উল্টানো অবস্থায় রয়েছে। সেটি সোজা করার চেষ্টা চলছে। যেখানে অবস্থান করছে সেখানে সরু পথ হওয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের সরঞ্জামসহ প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড,নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।