


জিএম ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক অসহায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোদার টেক নামক এলাকার স্থানীয় মইজুদ্দিনের সাথে একই
এলাকার হাসমত ও আজিজুল এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মইজুদ্দিনের সাথে হাসমত ও আজিজুলের পিতার তর্কাতর্কির এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদীর দাড়ি ধরে টেনে হিচড়ে উঠানে নিয়ে এসে এলোপাথাড়ি মারপিট করে নীলা ফুলা জখম করে। পরবর্তীতে মইজুদ্দীনের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আসতে থাকলে বিবাদী গন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় কোনো মামলা দায়ের করলে বাদীকে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আজিজুল ও হাসমত গং।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মইজ উদ্দিন।এ পর্যন্ত অনেকের কাছেই বিচার চেয়ে ন্যায়বিচার পাইনি।এ বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রতিপক্ষ সাইদুল ইসলাম বলেন,এ ঘটনায় তাঁরা কিছু জানেন না। উল্লেখিত বিষয়ে ইউপি মেম্বার দায়সারা বক্তব্য দেন ।