


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলার ব্রজপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অফিসের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
জাতীয় ভোক্তা-অধিকার অফিস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় তদারকি কালে ব্রজপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে সরদার মেডিসিন হাউস এর মালিককে ৫ হাজার টাকা ও মা ফার্মেসির মালিককে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ অভিযানে আত্রাই নিরাপদ খাদ্য পরিদর্শক ও আত্রাই থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।