বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাঅবসরপ্রাপ্ত শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অবসরপ্রাপ্ত শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ঝন্টু (ফেনী জেলা প্রতিনিধি)

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শকগণ কে সংবর্ধনা এবং ধর্মপুর এডুকেশনাল এস্টেট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ মঙ্গলবার স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আমজাদ হাট উন্নয়ন ফোরাম’র সভাপতি জাকির হোসেন মজুমদার’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টুর পরিচালনায় ফোরামের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় ধর্মপুর এডুকেশনাল এস্টেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার চীফ রিপোর্টার লোটন একরাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ।
অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক,আমজাদ হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মীরু, দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক ও ডেইলি ট্রাইবুনালের ফেনী জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও
দৈনিক মুক্ত খবর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ ভূঁইয়া প্রমুখ।

সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দরা হলেন, উত্তম কুমার পাল, মোঃ নুরুল হক, ওবায়দুল হক, আবু বক্কর মজুমদার, আবুল খায়ের মজুমদার, মনির আহম্মেদ ভূঁইয়া, ছালেহা আক্তার।

সংবর্ধিত স্বাস্থ্য পরিদর্শকরা হলেন,আবদুস সোবহান ও নিজাম উদ্দিন মজুমদার। পরে উপস্থিত শতাধিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে স্কুল আঙ্গিনায় বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন এবং স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

আমজাদহাট উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন প্রবাসী ও আমজাদহাট উন্নয়ন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী কবির ।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট