


অহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর থানার ঠেঙামাড়া এলাকা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ৩ লক্ষ জাল টাকা ও নগদ ৪ হাজার ৮শ টাকাসহ মোঃ শহিদুল ইসলাম (৫০) ও মোঃ রবিউল ইসলাম (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে বগুড়া জেলার দুপচাচিয়া থানার বন তেতুলিয়া আলতাফনগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম ও একই থানার বোড়াই গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরও জানান যে, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল। এ জাল টাকা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জেলার আক্কেলপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।