সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাকলমাকান্দায় নয় মাস পর কবর থেকে নারীর লাশ উত্তোলন।

কলমাকান্দায় নয় মাস পর কবর থেকে নারীর লাশ উত্তোলন।

আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা জেলার কলমাকান্দায় তদন্তের জন্য কবর থেকে ২১ বছরের মনি আক্তার নামে এক নারীর মরদেহ উত্তোলণ করা হয়েছে।

আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তলন করা হয়।

জানা যায়,মনি আক্তার কলমাকান্দা উপজেলার আমতলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে ঢাকায় উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপাড়ার পাশাপাশি জীবিকার তাগিতে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কাজ করত।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, ২০২১ সালের নভেম্বর মাসে ঢাকায় মারা যায় মনি আক্তার।

তারপর,পরিবারের লোকজনের সন্দেহ হলে ২০২২ সালের ৮ মার্চ তার মা বিলকিস বেগম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে খুনের মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে মামলা তদন্তের জন্য আজ তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঢাকা থেকে আসা পুলিশকে উপজেলা পুলিশ সহায়তা করেছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট