বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাখাইরুল্লাহ শাহ (মাস্টার বাবা) ৬১তম বার্ষিক ওরশ মোবারক

খাইরুল্লাহ শাহ (মাস্টার বাবা) ৬১তম বার্ষিক ওরশ মোবারক

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

মহান আধ‍্যাত্বিক সম্রাট,শাহসুফী,মাইজভান্ডারের খলিফা, হযরত খাইরুল্লাহ শাহ,প্রকাশ মাস্টার বাবা (কঃ) এর ৬১তম বার্ষিক ওরশ মোবারক মহাসমারোহে দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

প্রধান দিবস-রোজ-শুক্রবার,২৭ মহররম,১৪৪৪হিজরি,২৬ আগষ্ট,২০২২ইং,১১ভাদ্র,১৪২৯বাংলা। যোগাযোগ-বায়েজীদ বায়েজিদ বোস্তামী (রঃ) এর দরবারের পশ্চিমের পাহাড়, বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।

প্রতিবারের মত এবারেও ধারাবাহিক নানা আয়োজনে বার্ষিক ওরশ মোবারক দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। এতে খাইরুল্লাহ শাহ (মাস্টার বাবা) বাজান কেবলা এর অগনিত ভক্ত আশেকবৃন্দের উপস্থিতি ও রুহানি প্রাণের মিলন মেলায় পরিনত হয়। এবং ধর্ম,বর্ণ,নির্বিশেষে সর্বস্তরের দেশ-বিদেশের মানুষের আশা আকাংঙ্কা নেক-বাসনা ও
পূর্ণবান,সাধকদের সমাবেশে দরবার প্রাঙ্গন উচ্ছাসিত সরগরম করে তুলে মহাসমারোহে।

উক্ত ওরশ মোবারকে সকলে উপস্থিত হয়ে উদযাপন কে সাফল্য মন্ডিত ও আউয়াল আখেরের কামিয়াবী হাসিলে

ধর্ম,বর্ণ,নির্বিশেষে দলে দলে দেশ-বিদেশের সকলের প্রতি দাওয়াত রইল ।

আরজগুজার-খায়রুল্লাহ শাহ মাস্টার বাবা(কঃ) দরবার শরীফ,দরবারে আউলাদবৃন্দ,বার্ষিক ওরশ মোবারক উদযাপন কমিটি। শুভেচ্ছান্তে-দরবারের ভক্ত আশেকবৃন্দের পক্ষে-মোহাম্মদ মাসুদ।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট