


চট্টগ্রামে চাঁদগাও থানাধীন বহদ্দারহাট মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ স্বাস্থঝুকি ও নানা অনিয়মে খাদ্য তৈরি হচ্ছে দিনের পর দিন দেখার কেউ নেই। দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন উইম্পি রেস্টুরেন্ট পরিচালিত হইয়া আসছে।
রবিবার (২১আগষ্ট) বিকেল ৩টায় নগরীর বহদ্দারহাট মোড়ে উইমপি রেস্টুরেন্টে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার প্রেসিডেন্ট জনাব মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় এ তথ্য বেরিয়ে আসে।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধগুলো অস্বীকার করেন উইম্পি রেস্টুরেন্ট এর পরিচালক মোহাম্মদ সাঈদ হোসেন।দেখা যায় উক্ত রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশন করে।হোটেল ও রেস্তোরাঁ আইনে লাইসেন্স আছে কি না তাও দেখা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও লাইসেন্স সংরক্ষণের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।