


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় বাজার মনিটরিং ব্যবস্থা পরিচালনা করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার অপরাধে মোঃ জুয়েল হোসাইন (৪৫) ও মোঃ বাবু (৫০) নামের দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব।
র্যাব-৫ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে বাজার মনিটরিং ব্যবস্থা পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ৬ হাজার পিস কাপ আইসক্রিম, ১০ হাজার পিস বিভিন্ন ব্রান্ডের বার আইসক্রিম, ১ লক্ষ পিস বিভিন্ন ব্রান্ডের লেভেল ও ৫০ হাজার পিস খালি আইসক্রিমের কাপ ও আইসক্রিম তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।
এসময় জেলার হাস্টা বসন্তপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসাইন ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ বাবুকে জেলার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক (অতিঃ দাঃ) ইফতেখারুল আলম রিজভী ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এবং উক্ত ভেজাল খাদ্য সমূহ ধ্বংস করেন।
র্যাব আরও জানান যে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ, অস্বাস্থ্যকর খাবার উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেছেন।