


জিএম, ভালুকা প্রতিনিধি :-
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৮ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া বহুলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: দেলোয়ার মাস্টার এর সভাপতিত্বে এবং ধীতপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মো: লুৎফর রহমান খান শারফুল এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য হাজী রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগ এর ভার প্রাপ্ত সভাপতি এড. শওকত আলী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তোফা, উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াত খান নইম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন , উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মো: জুয়েল, উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক মো. অনিক তালুকদার,। এ ছারাও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।