


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ ব্যক্তিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়
আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয় পার্শ্বের ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর কোতোয়ালী ফিরিঙ্গীবাজার এলাকা ও বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সড়কের উভয় পার্শ্বের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মান সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ০৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।