


দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলার সকল সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপর দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৯.০০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
৯.১৫ মি. বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। ৯.৩০মি: এ একাডেমিক ভবনের সম্মুখে দেয়ালিকা উম্মোচন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। ৯.৪৫ মি: এ একাডেমিক ভবনের সম্মুখ থেকে শোক র্যালী বের হয়ে ক্যাম্পসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর। বেলা ১১.৩০মি: বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুর ১২.০০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।