


easysheba24 এর কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন রাজশাহীর স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচেছ। পূরণযোগ্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিবরণ নিম্নরূপ:-
কম্পিউটার অপারেটর
চাকরির দায়িত্বসমূহ
- উল্লেখিত ক্ষেত্রে অভিজ্ঞতা: ডাটা এন্ট্রি, কম্পিউটার অপারেশন এবং ই-মেইল যোগাযোগ।
- Ms Word, Ms Excel, Power point এবং adobe acrobat-এ সাবলীলতা থাকা।
- হার্ডওয়্যার এবং সমস্যা সমাধান সম্পর্কে জ্ঞান থাকা।
- ইন্টারনেট ব্রাউজিং এর উপর দক্ষ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- SSC
বেতন
- আলোচনা সাপেক্ষ
যোগাযোগ:
01818090843
easysheba24@gmail.com
এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে তার সিভি easysheba24@gmail.com ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।