বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাপটুয়াখালীতে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীসহ আটক ৬!!!

পটুয়াখালীতে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীসহ আটক ৬!!!

খাদ্য বিভাগে উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পটুয়াখালীতে ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ শুক্রবার সকাল ১০ঃ৩০ এর দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো বরগুনার পাথরঘাটা উপজেলার শিমু আক্তার, মাকসুদ, মো. রাসেল, জহিরুল ইসলাম, কাওছার, ইউসুফ সোহেল। এদের মধ্যে শিমু আক্তার পরীক্ষার্থী; তার রোল নম্বর ২৪০৮৫৭০।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক বলেন, সকালে ১০টা থেকে দেড় ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ১৫টি কেন্দ্রে ২২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী ছিল।

“পরীক্ষা চালাকালে পলিটেকনিক ইনস্টিটিউট হলে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক করা হয়। পরে কেন্দ্রের বাইরে অভিযান চালিয়ে আরও পাঁচ জনকে আটক করে পুলিশ।”

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে শ্রীঘরে পাঠানোর ব্যবস্হা করা হবে।

উল্লেখ্য, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট ৯০০ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ৩৬২ জন পরীক্ষায় অংশ নেন। একজনকে বহিষ্কার করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট