


রিয়াজুল ইসলামঃ বাঘারপাড়া পৌরসভা
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। বৈশ্যিক মহামারিতে সারা পৃথিবী যখন স্তব্ধ অর্ধকোটির বেশি জনসংখ্যা অকাল মৃত্যুর মুখে পতিত, তখনি বাংলার সচেতন নাগরিক সমাজ কোভিডের হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে যার দরুন সকল স্তরেই স্বতঃস্ফূর্তভাবে টীকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করছে এবং টীকা গ্রহণ করছে। প্রতিনিয়ত শতশত মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাড়িয়ে শৃঙ্খলা রক্ষা করে টীকা গ্রহণ করছে।
টীকা প্রদানে সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধানে ডাক্তার, নার্স ও প্রশাশনের পক্ষ থেকে আনসার ভিডিপির সম্মানিত সদস্য মণন্ডলী।