


গতকাল বৃহস্পতিবার যশোরের শার্শা থানার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল সহ দুজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। এএসআই মোঃ তায়েবুর রহমান, গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার রাত ৮টায় শার্শা থানাধীন লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে মোঃ রিপন মোড়ল(৩২), পিতা-মোঃ ইসমাইল মোড়ল, মাতা-শরিফা খাতুন ,স্থায়ী: গ্রাম- ধান্যখোলা, উপজেলা/থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা -যশোর, ও মিন্টু মিয়া(৩২), পিতা-মোঃ দেলোয়ার মিয়া, মাতা-রহিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- পান্তাপাড়া (আমড়াখালী) , উপজেলা/থানা- শার্শা, জেলা -যশোর’ এর কাছ থেকে ৩০০ (তিনশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
খন্দকার তরিকুল ইসলাম
যশোর প্রতিনিধি