বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ১

মো: শাহজালাল রানা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো, ঔষধ প্রশাসন ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার দিদার বিল্ডিংয়ের ৩ তলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে এসব ওষুধ উদ্ধার করে।

সেখানে মোট তিনটি অবৈধ গোডাউনে ভেজাল ও নিম্নমানের ওষুধ ও পণ্যের সন্ধান পাওয়া যায়।বর্তমানে সিজার লিস্ট প্রণয়নের কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় মো. হারুন (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে অবৈধ ও অনুমোদনবিহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট