


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর সভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ, এস আলম, সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমুখ।
বক্তরা সবাই উপজেলায় মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাসবাদসহ এসব বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।