বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলারাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্মাণ সামগ্রী অপসারণ, জরিমানা

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্মাণ সামগ্রী অপসারণ, জরিমানা

নিজেস্ব প্রতিবেদক, ১৮ নভেম্বর ২০২১
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে রেলগেট হয়ে শালবাগান হয়ে নওদাপাড়া হয়ে আমচত্বর হয়ে সিটি হাট হয়ে তেরখাদিয়া ডাবতলা হয়ে বন্ধ গেট হয়ে বর্নালী মোড় হয়ে ঘোষপাড়া মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় হয়ে পাঠান পাড়া ঈদগাহ মাঠ হয়ে ফায়ার সার্ভিস মোড় হয়ে যাদুঘরের মোড় হয়ে রাজশাহী কলেজ হয়ে সাহেব বাজার হয়ে কুমার পাড়া হয়ে আলুপট্টি হয়ে কল্পনা হলের মোড় হয়ে সাগরপাড়া হয়ে রাণীবাজার হয়ে নিউমার্কেট হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয়। অভিযানে ১৫টি মামলা দায়ের করে ৫১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট