


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর জীবন নিয়ে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যশোরে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের এ অনুষ্ঠানেরর অয়োজন করা হয়। অনুষ্ঠানে স্মরক গ্রন্থ ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ মোড়ক উন্মোচন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মারক গ্রন্থ ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ এ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
খন্দকার তরিকুল ইসলাম
যশোর