সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাকোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক আটক করেছে কোষ্টগার্ড।
আটককৃত মো: রুবেল (৩১) হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে চরকৈলাশ গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হাতিয়া কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চা দোকানে অভিযান চালায়। এসময় ইয়বা বিক্রি জন্য ওই চায়ের দোকানে অবস্থান করছিল ইয়াবা কারবারি রু্বেল। পরে তার দেহ তল্লাশী করে ৩৪৩ পিস ইয়বা জব্দ করে কোস্টগার্ড।

হাতিয়া কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.খন্দকার শাফকাত হোসেন জানান,বিকালে আটককৃত মাদক কারবারিকে ইয়বাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট