


জি এম শাকিল ;- করোনা ভাইরাস এর কারণে দীর্ঘ ১৮ মাস পর রবিবার গতকাল ১৪ নভেম্বর শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
মহামারির করোনা ভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। এবারে পরীক্ষার সময়ও কমিয়ে আনা হয়েছে দেড় ঘণ্টায়।
চাটখিল উপজেলায় দ্বিতীয় দিনে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬০জন পরীক্ষার্থী। দ্বিতীয় দিন অনুপস্থিত ছিলো ৬৫ জন পরীক্ষার্থী।দ্বিতীয় দিন মোট পরীক্ষার্থী ২১২৫জন। চাটখিলে এসএসসি, দাখিল, ভোকেশনাল বিভাগের ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা তৎপর রয়েছে।