


মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখানে এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০২১ এ ২২৬১ জনপরীক্ষার্থী অংশ গ্রহন করবে। এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৪টি কেন্দ্রে মোট ২২৬১ জন পরীক্ষায় অংশ গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এসএসসি তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ১৫৮৮ জন পরীক্ষার্থী।
এদের মধ্যে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬০৬ জন, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪২০ জন এবং আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬২ জন। মাদ্রাসা কেন্দ্র দৌলতখান সরকারি আবুআবদুল্লা কলেজ কেন্দ্রে ৬২৮ এবং কারিগরী কেন্দ্রে ৪৫ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা বিভিন্নভাবে আত্মীয়-স্বজন ও মুসল্লিদের কাছে দোয়া নিচ্ছে। এবারে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন পরীক্ষার হল কর্তৃপক্ষ।