


নোয়াখালী জেলা প্রতিনিধি :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন এর আয়োজনে নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে “জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক সেমিনার কর্মশালা পালন করলো নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস।
শনিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডা: মাসুম ইফতেখার, সিভিল সার্জন নোয়াখালী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সাইফুল ইসলাম, লাইন ডিরেক্টর, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন, স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী পৌরসভার কমিশনার জাহিদুর রহমান শামীম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার প্রদর্শন ও পরিবেশনের মানসম্মত পদ্ধতি হাত ধোয়া সম্পর্কে ধারণা দেন এবং অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ যার যার অবস্থান থেকে সমাজের রন্দ্রে রন্দ্রে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
নোয়াখালী পৌর প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল তার বিশেষ বক্তব্যে করোনাকালীন নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখারের সার্বিক ভূমিকায় ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন নোয়াখালীতে অতি অল্প সময়ে ৮লক্ষ নাগরিককে covid-19 ভ্যাকসিন এর আওতায় আনতে পেরেছেন তিনি। যা অন্য জেলার জন্য একটি অন্যতম দৃষ্টান্ত। সত্যিই তিনি প্রশংসার দাবিদার।
শারীরিক আনুষাঙ্গিক খাদ্যাভ্যাসের উপকারিতা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার ফলাফলের উপর জনশিক্ষা প্রচার কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পল্লী চিকিৎসক, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, সমাজসেবক,রাজনৈনিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।