


জেলা বিশেষ প্রতিনিধি;- চাটখিল উপজেলায় ০৪ নং বদলকোট ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের ০৪ নং বদলকোট ইউনিয়নের নেীকার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর অালম মোটর শোভাযাএার মাধ্যমে তার ০৪ নং বদলকোট ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গনসংযোগ করেছেন।
গতকাল শুক্রবার জাহাঙ্গীর অালম প্রায় তিন শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তার নির্বাচনী ইউনিয়নের
বদলকোট,হরিকৃষ্ণপুর,মেঘা,মানিকপুর,ইসলামপুর,সপ্তগাও,মুরাইম সহ নানা স্থান প্রদক্ষিন করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহাদাত মজুমদার, ইউনিয়ন যুবলীগের সদস্য হাবিব উল্যাহ,যুবলীগ নেতা অাশরাফুল ইসলাম সবুজ,ওমর ফারুক,জামাল উদ্দিন, নাছির হেসেন, ইউনিয়ন ছাএলীগের সাংগঠনিক সম্পাদক অারাফাত হোসেন,ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান লিহন,মেহেরাব শান্ত,রিয়াজ উদ্দিন রাছেল,নাছির হোসেন, অাব্দুর রহিম অাকাশ, মেহেরাব হোসেন মিথুন,রাব্বি খলিফা সহ প্রমূখরা উপস্থিত ছিলেন।
উক্ত বাইক শোভাযাএা টি পরিচালনা করেন রিফাত সওদাগর।