


খন্দকার তরিকুল ইসলাম, যশোর প্রতিনিধি
গতকাল বৃহঃস্পতিবার রাতে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই ইপি বালাগণণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন সিটি কলেজের পূর্বপার্শ্বের গলি সিটি কলেজপাড়াস্থ জনৈক নিরঞ্জন লস্কর এর বাসার সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছাঃ রিনা খাতুন (৪০), স্বামী- মামুন মন্ডল, সাং- বেগুন বাড়িয়া সাদিপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ/পিঃ পিতামৃত- মুনছার দফাদার, মাতা- জাহানারা খাতুন, সাং- চর সাদিপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে ভয়ংকর নেশাদ্রব্য ” মাদক ক্রিসটাল মেথ আইস” ০২ (দুই) গ্রাম ও ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী রিনার নামে যশোর সদর কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।