


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনকে সুষ্ঠ নিরপক্ষ ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠ নিরপক্ষ ও বাহিনী মুক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৫টি স্তরে ভাগ করেছেন। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সহ ১৫-১৬ জন আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এছাড়া র্যাব, বিজিবির ৮টি টিম ও ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে। এছাড়া মোবাইল টিম থাকবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং প্রতিটি ইউনিয়নে চেক পোস্ট রয়েছে। ১৪টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। আগামী ১১ ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।