রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচাটখিলে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত

চাটখিলে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত

জি এম শাকিল ;- চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অাজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ আনোয়ার হোসেন, ছায়েদুর রহমান শহিদ।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওঃ নুরুল আনোয়ার, মীর মোশারফ হোসেন, আরবি প্রভাষক আজিজুর রহমান, সিঃ প্রভাষক মাওঃ মনিরুল ইসলাম, রাফি উদ্দিন শামীম, মাওঃ ওমর ফারুক, প্রাক্তন ছাত্র মোঃ নিজাম উদ্দিন সহ আরো অনেকে।

এসময় আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এই দ্বীনি প্রতিষ্ঠানটি যেহেতু কারো একার না তাই সম্মানীত শিক্ষকমন্ডলী সহ অভিভাবক ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায় আমরা মাদ্রাসার শিক্ষার গুনগতমান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নের জন্য চেষ্ঠা করছি।

এছাড়া অধ্যক্ষসহ শিক্ষকদের শ্রম ও আন্তরিকতায় মাদ্রাসার ফলাফল ধারাবাহিকভাবে সন্তোষ জনক হচ্ছে। তাই সবাই মাদ্রাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসুন। সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে শিক্ষার্থীরা ভলো ফলাফল করতে সক্ষম হবে। তিনি সদ্য অবসর প্রাপ্ত তিন জন শিক্ষকের কর্ম জীবনে দায়িত্ব পালনে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অবসর কালীন জীবনে সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব নেছার আহমাদ শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো সজাগ দৃষ্টি ও দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট