


রিয়াজুল ইসলামঃ বাঘারপাড়া
যশোর বাঘারপাড়া পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ডে অবস্থিত ২০১৫ সনে প্রতিষ্ঠিত মডেল মাদরাসার উদ্যোগে ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০/১১/২০২১ তারিখে দুপুর ২.০০ ঘটিকায় দোওয়া ও বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়। মাদরাসা আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, শিক্ষকবৃন্দ, বিদায়ী ছাত্র এবং প্রতিষ্টানে অধ্যয়নরত ছাত্রবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদরাসার সম্মানিত পরিচালক মহোদয় জনাব মাওঃ রফিকুল ইসলাম, তিনি সকল ছাত্রের উত্তর উত্তর কল্যাণ কামনা ও সৎ পথে থেকে পড়া লেখার মাধ্যমে একজন দেশপ্রেমিক মানবহিতৈষী হওয়ার আহবান জানিয়ে বক্তব্যের ইতি টানেন। অনুষ্ঠানে সকল শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করেন এবং পরীক্ষায় ভালো ফল লাভের জন্য দোয়া করেন। বিদায়ী চাত্রদের পক্ষ থেকে প্রতিষ্টানে একটি দেয়াল ঘড়ি উপহার হিসেবে প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা সংশ্লিষ্ট বস্তু কলম, ফাইল, মাস্ক, রুটিন, স্কেল ইত্যাদি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত সভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন, পরিচালক জনাব মাওঃ মোঃ রফিকুল ইসলাম, শিক্ষকবৃন্দ ও স্নেহের সকল ছাত্র। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।