বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলার‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল সহ সন্ত্রাসী ইসমাইল গ্রেফতার

র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল সহ সন্ত্রাসী ইসমাইল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ এক সন্ত্রাসীকেেগ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত সন্ত্রাসী মো.ইসমাইল (৪০) সে বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির শাহ আলমের ছেলে।

গতকাল রোববার (৭ নভেম্বর) রাত দশটার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল রোববার দুপুরে র‌্যাব-১১ এর একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে কবরস্থানের সামনে থেকে ইসমাইলকে আটক করে। এ সময় তাঁর হেফাজতে থাকা ১৫ টি কিরিছ এবং ১২টি ককটেল উদ্ধার করা হয়। আটকের পূর্বে সে ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বলে জানা যায়।

আটককৃত ইসমাইল এর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট