


জেলা বিশেষ প্রতিনিধি ;- চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর জালাল উদ্দিন মুন্সি বাড়ীর শিবলু স্ত্রী রুমা আক্তার তিন সন্তান নিয়ে বৃহস্পতিবার ২৮অক্টোবর বাবা বাড়ী একই ইউনিয়নের রাজ্জাকপুর মাইঝের বাড়ীতে বেড়াতে আসে।
শুক্রবার ২৯ অক্টোবর সকালে স্বামী বাড়ীতে ( হীরা পুর) যাওয়ার কথা বাবার (রাজ্জাক পুর) বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।
চাটখিল_থানায়_জিডি করা হয়েছে।
মহিলার নাম : রুমা আক্তার
মেয়ের নাম : সুভ্রা
বড় ছেলের নাম : আব্দুল্লাহ
ছোট ছেলের নাম : আবির
গত ২৯শে অক্টোবর (শুক্রবার) সকাল ৮ ঘটিকায় পর থেকে তাদের চার জন কে খুঁজে পাওয়া যাচ্ছে না !
উক্ত চার জনকে যদি কোন দয়াবান ব্যাক্তি পেয়ে থাকেন নিন্মে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
০১৭৪৭৬৪৩৪৩৯ (মামা হান্নান)
০১৩১৮৮৭৮৭৬৩- (ভাই)
০১৭৫০২৭৩৪৫৬- (মা)
০১৭৯৫৮৭০৮৯৮