রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচাটখিলে ভূমি বিরোধের জের ধরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ, দু'পক্ষের সংঘর্ষে আহত-২

চাটখিলে ভূমি বিরোধের জের ধরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে আহত-২

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর আনোয়ার উল্যাহ মুন্সি বাড়ির প্রবেশের রাস্তা নিয়ে ঐ বাড়ির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলায় ২জন আহত হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে একই দিনে ঐ বাড়ির জামাল চৌধুরী দোকানে হামলা, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার ২নভেম্বর চাটখিল থানায় উভয়পক্ষ থেকে ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রথম অভিযোগটি ঐ বাড়ির আবুল বারাকত (৬০) বাদি হয়ে নিজ বাড়ির জাহাঙ্গীর হোসেন (৬৫) সহ অজ্ঞাতনামা আরো ৬/৭জনকে আসামী করিয়া

চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বারাকাত জানান জাহাঙ্গীরের সাথে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। বিরোধী জায়গাতে আদালতে মামলা চলাকালীন জাহাঙ্গীর নালিশী ভূমিতে গত শনিবার সকালে বাউন্ডারী দেওয়াল নির্মান করার উদ্দেশ্যে ইট,বাল, সিমেন্ট ও রোড নিয়ে লেবার মেস্ত্রী দিয়ে কাজ করতে গেলে তিনি বাধা দেন। বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলা ঐ বাড়ির মজিবুল হকের ছেলে জুয়েল (৪৫) আহত হয়। এই ঘটনার জের ধরে একই দিনে সকাল সাড়ে ১১টায় শ্রীনগর বাজারের ব্যবসায়ী জামাল চৌধুরী (৪৫) উপর হামলা করে তার দোকানের নগদ টাকা ও আইফোন মোবাইল হামলাকারীরা নিয়ে গেছে বলে জামাল থানায় দ্বিতীয় অভিযোগ করেন। তিনি তার অভিযোগে ঐ বাড়ির মাকসুদা বেগম বেবী (৫০) সহ ৮জনের নাম উল্লেখ করিয়া ৭/৮জন অজ্ঞাতনামা আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।

অপর দিকে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গত রোববার সকালে চাটখিল থানায় মো. পলাশ (৩৫) সহ ৭জনের নাম উল্লেখ করে আরো ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার নিজের জায়গার উপর বসত ঘরের সামনের সিড়িঁ ও গেইটের কাজ করতে গেলে আসামীরা তাদের কাজে বাধা সৃষ্টি করে। এতে প্রতিপক্ষদের বাধা দিতে আসলে তাদের হামলায় ঐ বাড়ির ইউসুফের মেয়ে শাহানা আক্তার শান্তনা (১৬) আহত হয়।

চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় থানায় তিনটি অভিযোগ প্রাপ্তির কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্ত চলছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট