


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রাজ্জাক পুর গ্রামে গভীর রাতে দোকান চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়ার গেছে।
গতকাল ৩১/১০/২০২১ইং রাতে ৪নং বদলকোট ইউনিয়নের রেজ্জাক পুর গ্ৰামের অন্তর্গত চুড়িবাড়ীর দরজা নামে পরিচিত এলাকার ৪টি দোকানে তালা ভেঙে চুরি করে নগদ অর্থ ও মালামাল নিয়ে চোরেরা পালিয়ে যায়।
আইন শৃঙ্খলার অবনতির কারণে নতুন করে আবারো চোরের উপদ্রপ দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানায়।
বিগত সময়ে ও এলাকায় বহু দোকানপাট চুরি হয়েছিল। সে গুলোর ব্যাপারে ও আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করতে দেখা যায় নি। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা গেছে।
রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল থাকলে, চুরি ডাকাতির মতো অপ্রিতিকর ঘটনা গুলো ঘটতো না ,বলে জনগণের বিশ্বাস।
এছাড়াও স্থানীয় সূত্রে আরো জানা যায়,সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে দিনে দুপুরে মুদি দোকানে ডাকাত দল নগদ টাকা ও প্রায় ৪ লক্ষ টাকার মামলাল লুট করে নিয়ে যায়,সুবর্ণচর উপজেলার শিবচরন গ্রাম,চরমজিদ ভূঞারহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী সৈকত ষ্টোর,হিমেল ষ্টোর, দোকানে রাতের আধারে ঘরের টিন কেটে নগদ দুই দোকান থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও দেশী বিদেশী বিভিন্ন পণ্য নিয়ে যায় চোরেরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন ৪নং স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ির একটি প্রতিনিধিদল।
চাটখিল থানার এস, আই, আমিরুল ইসলাম ,ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন। কাটা তালা সহ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।