


জি এম শাকিল ;- চাটখিল উপজেলায় নিশ্চিন্তপুর গ্রামে “ভূইয়া এন্টার প্রাইজের” পৃষ্ঠপোষকতায় হাফেজ ছাত্রদের মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২১ এ শুরু হওয়া প্রতিযোগিতায় চাটখিল উপজেলা (উত্তর) এর আওতাধীন হিফজ মাদ্রাসা সমূহের ৪০ জন হাফেজ অংশগ্রহণ করেন। সর্বশেষ, ১১ জন প্রতিযোগি গ্র্যান্ডফিনালে অংশগ্রহণ করেন।
গত ৩০ অক্টোবর ২০২১ এ প্রতিযোগিদের গ্র্যান্ডফিনাল “নিশ্চিন্তপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে” অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ডফিনাল অনুষ্ঠানে ১ম স্থান অর্জন করেন, হাফেজ মোঃ রবিউল ইসলাম হরিপুর মাদ্রাসা; ২য় স্থান অর্জন করেন,হাফেজ মাসুদুর রহমান রেজ্জাকপুর মাদ্রাসা; ৩য় স্থান অর্জন করেন, হাফেজ তাহমিদ রহমান কুলশ্রী মাদ্রাসা; ৪র্থ স্থান অর্জন করেন,হাফেজ আল আমিন কুলশ্রী মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিদের হাদিয়া স্বরুপ ১ম থেকে ৪র্থ স্থান অধিকারি প্রতিযোগিদের হাতে ১২,০০০ হাজার, ১০,০০০ হাজার, ৮,০০০ হাজার, ৬,০০০ হাজার টাকার ব্যাংক ড্রাফট প্রধান করা হয়। প্রসঙ্গত সকল প্রতিযোগিদের হাতে একটি করে পবিত্র কোরআন শরীফ, কিছু সংখ্যক বই, একটি করে ক্রেস্ট হাদিয়া প্রধান করা হয়েছে।
উক্ত গ্র্যান্ডফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ওসমানিয়া চাটখিল এর সম্মানিত মুহাদ্দিস হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আতীক উল্লাহ সাহেব; মাওলানা শাহীন হোসেন; মুফতী হেল্লাল উদ্দিন ; মুফতি রবিউল ইসলাম সহ প্রমুখ।
উক্ত গ্র্যান্ডফিনাল অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, ভূইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ‘আলহাজ্জ গোলাম মোস্তফা ভূইয়া’ সাহেব।.