বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাহাতিয়ায় তমরদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা।

হাতিয়ায় তমরদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা।

নোয়াখালী প্রতিনিধিঃ

হাতিয়ায় ৭নং তমরদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার ৭নং তমরদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোঃ আজহারউদ্দীন,সাবেক চেয়ারম্যান মোঃকামাল উদ্দিন,নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রাশেদ উদ্দিন,তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মীর হোসেন সহ তমরদ্দি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ তাদের বক্তব্যর মাঝে বলেন,৭নং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এছাড়া মাদক বাল্যবিবাহ ও সমাজ বিরোধী কোন কাজ করতে দেওয়া হবে না বলে তারা ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ।

সভায় উপজেলা চেয়ারম্যান মোঃমাহবুব মুর্শেদ লিটন বলেন,তমরদ্দি ইউনিয়ন পরিষদকে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে উপহার দিবো এবং আগামী ছয় মাসের মধ্যে তমরদ্দি ইউনিয়নকে বিদ্যুৎ দিয়ে আলোকিত করে তুলবো ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন ৭ নং তমরদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফররুখ আহমদ।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট