


মোঃ রিয়াজুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ
“নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে” এই স্লোগানকে সামনে রেখে “বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী”র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা করেছে পবিপ্রবি উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ শুক্রবার (২৯অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে সহ -সভাপতি তরিকুল ইসলাম এর সঞ্চালনায় জাতীয় সংগীত ও উদীচী সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন –পবিপ্রবি উদীচী সভাপতি আ ক ম মোস্তফা জামান, সহ-সভাপতি ডঃ গোপাল সাহা , সহ -সভাপতি তরিকুল ইসলাম সহ প্রমুখা।এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখার সদস্য বৃন্দের মধ্যে সৌরভ কর্মকার, চয়ন,বুশরা ও লুবনাসহ আরও অনেকে।সৃজনি বিদ্যানিকেতন থেকে আঃকুদ্দুস, জায়েদ বিন আলী সুজন সহ শিক্ষার্থী প্রজ্ঞা চক্রবর্তী সিক্তা ও পূর্ণতা সরকার প্রমি।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আ ক ম মোস্তফা জামান বলেন-” এখুনি সময় হয়েছে নৈঃশব্দ্য ভাঙার। তাই সকলের বিবেককে জাগ্রত করতে হবে।” এছাড়াও তিনি আরও বলেন -“সাম্প্রদায়িকতা ভেদ করে মনুষ্যত্বের উন্মোচন হোক প্রতিটি নাগরিকের।”
এছাড়া ও সংগঠনের সহ – সভাপতি ডঃ গোপাল সাহা অত্র সংগঠনের ঐতিহাসিক দিক নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
আলোচনা পরবর্তীতে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সৃজনির শিক্ষার্থী প্রজ্ঞা চক্রবর্তী সিক্তা গান পরিবেশন করে ও পূর্ণতা সরকার প্রমি কবিতা আবৃত্তি করে।
এরপর একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার ও জয়বাংলা চত্ত্বরে এসে বেলা ১১ টায় শেষ হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। পরবর্তী সময়ে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ একঝাঁক তরুণ উদীচীর সঙ্গে সম্পৃক্ত হন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ৬৮, ৬৯, ৭০, ৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।